বাকৃবিতে আইকিউএসি আয়োজিত “Adaptation and Implementation of BNQF” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎসবিজ্ঞান অনুষদের কনফারেন্স হলে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি) এর তত্ত্বাবধানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে ১ জুন ২০২৫, রবিবার সকাল ১০.০০টায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 'এডাপটেশন এন্ড ইমপ্লিমেন্টেশন অব বিএনকিউএফ' শীর্ষক এই সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান এবং মাৎসবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার। আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় সেমিনারে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড.মোঃ শহীদুল হক উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং এই সেমিনারের মাধ্যমে সম্মানিত শিক্ষকবৃন্দ বিশেষভাবে উপকৃত হবেন এমন আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে অধিকতর উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে কাজ করার জন্য শিক্ষকবৃন্দের প্রতি আহবান জানা। এক্রেডিটেশন কাউন্সিল এর পাশাপাশি আইকিউএসি এ লক্ষ্যে সহায়তা করে যাচ্ছে বলে মন্তব্য করেন। তিনি এই সেমিনারের সফলতা কামনা করেন।
উল্লেখ্য, উক্ত সেমিনারে মাৎসবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।