logo

Bangladesh Agricultural University (BAU)

সড়ক সংস্কার কাজ পরিদর্শনে বাকৃবি ভিসি- সঠিক মান বজায় রাখার তাগিদ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় হতে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত ক্যাম্পাসের ব্যস্ততম সড়কটির সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেন বাকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ২৭ মে ২০২৫, মঙ্গলবার বেলা ২ঃ০০ টায় পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন, প্রধান প্রকৌশলী মো: আতিকুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী, সহকারী প্রক্টর প্রফেসর ড. মো: মুনির হোসেন, প্রফেসর ড. মো: আনিছুর রহমান মজুমদার, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ। সড়কটি পরিদর্শনকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীকে সঠিকভাবে কাজের মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে কঠোর নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, কংক্রিটের তৈরী এই রাস্তাটি স্বাধীনতার পূর্বে নির্মিত হওয়ায় সময়ের বিবর্তনে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছিল এবং প্রতিবছর বর্ষাকালে জলাবদ্ধতার কারণে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছিলো। রাস্তাটি পুনঃনির্মিত হলে ছাত্র-ছাত্রীসহ সকলের দূর্দশার লাঘব হবে।

Publish Date: 27 May, 2025