logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবি ভেটেরিনারি অনুষদের ছাত্র-ছাত্রীদের মাঝে কিট-বক্স বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স ডিপার্টমেন্টের উদ্যোগে লেভেল-৩, সেমিস্টার-২(ব্যাচ নং-৬০) ছাত্র-ছাত্রীদের মাঝে কিট-বক্স বিতরণ করা হয়েছে। ২৬মে ২০২৫, সোমবার বিকাল ৪.৩০টায় মেডিসিন বিভাগের গ্যালারিতে কিট-বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা। সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান প্রফেসর ড. মোমেনা খাতুনের সভাপতিত্বে এবং সহকারী প্রফেসর ড: মোসা: সানজিদা সাফওয়াতের সঞ্চালনায় শুরুতে ব্যাচ-৬০ এর দুইজন ছাত্র-ছাত্রী তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক উপস্থিত ছাত্র-ছাত্রীদের জন্যে অভিনন্দন জানিয়ে কিট-বক্স ব্যবহারের মাধ্যমে ছাত্র-ছাত্রীবৃন্দ উপকৃত হবে এবং পরবর্তীতে কর্মজীবনেও তারা এই কিট-বক্স ব্যবহার করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ব্যাচ-৬০ এর ছাত্র-ছাত্রীরা তাদের পেশাগত জীবনে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে এনিমেল সেক্টর তথা দেশের কল্যাণে অবদান রাখতে পারবে- তিনি সেই প্রত্যাশা ব্যাক্ত করেন। সভাপতি প্রফেসর ড. মোমেনা খাতুন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ছাত্র-ছাত্রীদের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য , উক্ত অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এবং সর্বমোট ১৮৪ জন ছাত্র-ছাত্রীর মাঝে কিট-বক্স বিতরণ করা হয়।

Publish Date: 26 May, 2025